Terms & Condition
ইকেবানা.কম থেকে পণ্য কেনার শর্তাবলী
- প্রাপ্যতা: ’ফুল’, ’তাজা ফুল’ বা ’ফুলের সামগ্রী” এর প্রাপ্যতা, ঋতু ও বাজারের উপর নির্ভরশীল ।
- পণ্যের সাদৃশ্যতা: ’ফুল’, ’তাজা ফুল’ বা ’ফুলের সামগ্রী” প্রাকৃতিক সামগ্রী ব্যবহার করে তৈরী করা হয় । সেজন্য ওয়েবসাইটে প্রদত্ত ছবি এবং ক্রেতা কর্তৃক ক্রয়কৃত পণ্য সাদৃশ্যপূর্ন হবে কিন্তু এক হবে না । পণ্যের আকৃতির ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য ।
- পণ্যের মূল্য : বাজার এর দাম এর ভিত্তিতে ’ফুল’, ’তাজা ফুল’ বা ’তাজা ফুলের সামগ্রী” এর মুল্য বৃদ্ধি বা হ্রাস করার ক্ষমতা ইকেবানা লিমিটেড রাখে ।
- ডেলিভারী : সড়কে যে কোন প্রকার সমস্যা ( যানজট, রাজনৈতিক সভা – সমাবেশ, মিছিল) জনিত কারনে ক্রেতা কর্তৃক ক্রয়কৃত পণ্যের ডেলিভারী পেীছাতে দেরী হলে, তার দায় নিতে ইকেবানা কর্তৃপক্ষ বাধ্য নয় ।
- অর্ডার বাতিল : ইকেবানা লিমিটেড সকল প্রকার অর্ডার যেকোন সময় বাতিল করার ক্ষমতা রাখে ।
- পণ্য ফেরত: বিক্রয়কৃত পণ্য ফেরত দেয়ার ক্ষেত্রে ”রিটার্ণ পলিসি” অনুসরন করা হবে ।